ডিজিটাল বাংলাদেশ | ডিজিটাল জেনারেশন | হৃদয় হাসান আলিফ

 পোষ্ট টপিকঃ ডিজিটাল জেনারেশন





আমাদের ছেলেবেলায়  সারা দিন কাটিয়েছি লুকোচুরি,গোল্লাছুট,মারবেল ইত্যাদি খেলে। আর এখন ছোট ছোট ছেলে মেয়েরা সময় কাটায় মোবাইলে চ্যাটিং করতে হয়। আমাদের সময় সকলের মধ্যে একটি অন্য রকম বন্ধন ছিলো আর এখনকার ছেলে মেয়ে কেউ কাউকে ঠিক তেমন করে চিনেই না। তারা শুধু ব্যস্ত কিভাবে ফেসবুক বা টিকটকে বেশি বেশি ফলোয়ার বাড়ানো যাবে,কিভাবে বেশি বেশি ভিউ পাওয়া যাবে। এসব করতে তারা নিজের শরীরের কাপড় খুলতেও দ্বিধা বোধ করে না কারণ তাদের এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়।


যেখানে আমাদের সময় ক্লাশ ৯-১০ এর ছেলে-মেয়েরাও প্রেম ভালোবাসা কি তা জানতো না সেখানে আজ ক্লাশ ৫ এর ছেলে মেয়েও প্রেমে ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে যায়।


জাগো নিউজের একটা শিরোনামে দেখলামঃ নবম শ্রেণির এক মেয়ের সাথে অষ্টম শ্রেণির এক ছেলের প্রেমের সম্পর্ক ছিলো এবং তাদের নাকি একটা সন্তানও হয়েছে ( বিয়ের আগেই)। একটু গভীর ভাবে চিন্তা করে দেখুন তো বর্তমান জেনারেশন কোথায় গিয়ে দাড়িয়েছে?


আপনার পরিবারেও আপনার মেয়ে আছে বোন আছে। আপনি যদি তাদের প্রতি খেয়াল রাখতে না পারেন বা তাদের এসব বিষয়ের পরিণতি কি এটা বোঝাতে না পারেন তাহলে ভবিষ্যৎে এর থেকে বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। 


আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই এবং আমাদের ছোট ভাই বোন বা সন্তানদের এসবের ভয়ংকর পরিণতি বিষয়ে অবগত করে তাদের এসব নষ্টামির হাত থেকে রক্ষা করে নতুন এক সমাজ প্রতিষ্ঠা করি।


ধন্যবাদ।

0 Comments