কারোর কাছে সফলতা মানে সোনার জুতা পায়ে রাস্তা দিয়ে হাঁটা,আবার কারোর কাছে সফলতা মানে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হেঁটে চলা,আবার দু-পা হারানো লোকের কাছে সফলতা মানে নিজের পায়ে হেঁটে চলা।
যে কাছে যে জিমিসটি অধিক মূল্যবান হয়তো অন্য কারোর কাছে জিনিসটি নিতান্তই একদম তুচ্ছ বিষয়।
প্রকৃত পক্ষে বেশিরভাগ মানুষ জীবনে সুখী হয় না। তবে তাদের প্রিয়জনের মুখে হাসি ফুটাতে হাসির অভিনয় করে যেতে হয়।
কিন্তু, এভাবে অভিনয় করতে করতে একটা সময় গিয়ে সকলেই ক্লান্ত হয়ে পড়ে। তখন আর অন্যকে দেখানোর জন্য নিজের ভালো লাগা কে কবর দিতে চান না।
একটা সময় মানুষ নিজেকে ভালোবাসতে,নিজের নিজের মতো করে সময় দিতে চান কিন্তু নিজের প্রিয়জনকে সময় দিতে দিতে নিজেকে দেওয়ার মতো সময় আর থাকে না।
তাই,,আগে নিজের ভালোবাসা,নিজের ভালো লাগার বিষয় গুলো পূরণ করুন। তারপর অন্যদের প্রতি নজর দিন। তাতেই প্রকৃত সফলতা আসবে।
ডিজিটাল মার্কেটিং, অনলাইন ইনকাম ইত্যাদি বিষয়ে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পেতে ভিজিট করুনঃ
0 Comments